হাওজা নিউজ এজেন্সি: ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, শুক্রবার (১০ অক্টোবর) গাজার বিভিন্ন হাসপাতালের মর্গে মোট ১৫৫টি লাশ আনা হয়েছে, যার মধ্যে ১৩৫টি মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।
ওয়াফার তথ্য অনুযায়ী—
• আল-শিফা হাসপাতাল, গাজা সিটি: ৪৩টি লাশ
• আল-আহলি আরব হাসপাতাল, গাজা সিটি: ৬০টি লাশ
• আল-আওদা হাসপাতাল, নুসেইরাত: ৪টি লাশ
• আল-আকসা শহীদ হাসপাতাল, দেইর আল-বালা: ১৬টি লাশ
• নাসের হাসপাতাল, খান ইউনিস: ৩২টি লাশ
হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে দখলদার বাহিনীর সাম্প্রতিক হামলায় নতুন করে ১৯ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর মধ্যে শুধু গাজা সিটির দক্ষিণাঞ্চলে ঘাবুন পরিবারের ওপর চালানো হামলাতেই ১৬ জনের প্রাণহানি ঘটে। এছাড়া রাদওয়ান এলাকায় একজন ও খান ইউনিসে আরও দুইজন নিহত হয়েছেন।
উল্লেখযোগ্য, শুক্রবার দুপুর থেকে গাজায় আনুষ্ঠানিকভাবে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই সময়ের মধ্যে হামাসের পক্ষ থেকে ২০ জন জীবিত বন্দি এবং কিছু মৃত জিম্মির মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আপনার কমেন্ট